Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লালদিঘি নয় গম্বুজ জামে মসজিদ
স্থান

নয় গম্বুজ মসজিদটি গোপীনাথপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের লালদিঘিহাট নামক স্থনে অবস্থিত।
 

কিভাবে যাওয়া যায়

বদরগঞ্জ উপজেলা হতে 12 কি.মি দুর লালদিঘিহাট নামক স্থানে অবস্থিত। রিক্স,ভ্যান ও বেটারি চালিত অটোরিক্সা যোগে নয় গম্বজ মসজিদে আসা যায়।
 

যোগাযোগ

মোঃ আব্দুল করিম বাদশা(মহল্লাদার 4নং ওয়ার্ড)

মোবাইল নং-01725298289

বিস্তারিত

 গুরুত্বপূর্ণ তথ্য
ঐতিহাসিক লালদীঘি নয় গম্বুজ জামে মসজিদঃ ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে ঐতিহাসিক লালদীঘি নয় গম্বুজ জামে মসজিদ।
ভারতীয় উপমহাদেশে বৃটিশ শাসনামলে সর্ব প্রথম মসজিদটি আবিস্কৃত হয়। পরর্বতীতে স্থানটিকে পরিষ্কার করে ও মসজিদটি সংস্কার কওে সেটি স্থানীয়রা ব্যবহার করতে শুরু করে। মসজিদটি আবিষ্কারের সময় সেখানে এর নির্মাণকাল সম্পর্কে কোন শীলালিপি পাওনা যায়নি বলে এর নির্মাণকাল সম্পকে সঠিক তথ্য জানা যায় না। তবে কিংবদন্তী অনুসারে জনৈক দিলওয়ার খান মসজিদটি নির্মাণ করেন বলে জানা যায়। মসজিদটির মূল দরজার উপরের অংশে একটি দাগ দেখে ধারনা করা হয় সেখানে খুব সম্ভবত মসজিদটির নাম ও নির্মান ফলক বসানো ছিল যদিও সেটা পাওয়া যায়নি