ইতিহাস
অনেকদিন আগের কথা, হিন্দু ধর্মাবলম্বীদের রাজাধিরাজ রাজা গোপীনাথ চন্দ্র (সাধু) ছিলেন অত্র এলাকার জমিদার । মূলত তার নামের সূত্র ধরেই এই ইউনিয়নের নামকরণ করা হয় গোপীনাথপুর। জানা যায় জমিদারী প্রথার শেষের দিকে কথিত সাধু অত্র ইউনিয়ন ত্যাগ করে বাংলাদেশের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর এলাকায় বসবাস শুরু করেন। সেখানেও তার নামে তখন থেকে আজ অবধি গোপীনাথ চন্দ্রের দোল মেলা অনুষ্ঠিত হয় এবং আশ্চার্য্যজনক হলেও সত্যি যে, সেখানেও অত্র ইউনিয়নের মতো গোপীনাথপুর ইউনিয়ন নামে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ রয়েছে। উল্লেখ্য যে, তার শাসনামলে অত্র ইউনিয়নে গোপীনাথপুর মৌজা প্রতিষ্ঠিত হয় এবং অত্র মৌজা ও ইউনিয়নের একেবারে শেষ প্রান্ত দক্ষিন-পশ্চিম কোণে একটি কাচারীঘর স্থাপিত ছিল যা পরবর্তীতে সংস্কার করে অত্র ইউনিয়নের ভূমি অফিস হিসাবে আজও ব্যবহৃত হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস